Tuesday, November 29, 2016

গনমাধ্যম হিসেবে পটের ভুমিকা

ভারতবর্ষের শতকরা আশি ভাগ মানুষই গ্রামে থাকেন ,সেই গ্রাম গুলির য্থায্থ বিশ্লেষণ  না করে  আধুনিক সভ্যতার  প্রয়োগ করার জন্য তা  ব্যর্থ হচ্ছে জনসোংযোগের জন্য  আধুনিক সভ্যতায় সংবাদপত্র ,দুরদর্শন্,বেতার  ব্যব্হৃত হছেঅথচ নিরক্ষরতায় ভরা এই দেশে একমুখীন মাধ্যম গুলো জনমনে খুব বেশি প্রভাব  ফেলতে  পারছে নাসংযোগ সাধিত হয  তিনটে মুল বিষয়ে অবলম্বন করেই - মেসেজ বা বক্তব্যগ্রহনকারী বা রিসিভার , ফিড ব্যাক  বা প্রত্যাগত সাড়া পেলেই  সংযোগ এর সাফল্য নির্ণীত হয় যোগাযোগ এবং মাধ্যম দুটি শব্দ একে  অপরের পরিপুরক্যোগাযোগ বাবস্থা গড়ে ওঠে  মাধ্যম বাহন কে অবলম্বন করেইশূন্যের উপর ভর কর যোগাযোগ কার্যকরী হয়্না,প্রচারকারি এবং গ্রহনকারির  মধ্যের দুরত্ব কমলেই নৈকট্য স্থাপিত হয়,নৈকট্যর আর এক নাম যোগাযোগ
আধুনিক সভ্যতায় বৈদ্যুতিন মাধ্যমের অগ্রগতি হয়েছে এর পাশাপাশি আছে লোকমাধ্যমগুলি যা যুগপরম্পরাগত গ্রামের নিরক্ষর মানুষেরা শিক্ষা,ধর্ম,আনন্দ উপভোগ করত এই লোকমাধ্যম গুলির সাহায্যেলোকসঙ্গীত,লোকনাট্য্,লোকচিত্র ইত্যাদি লোকসংস্কৃতির উপাদানগুলি সংযোগ মাধ্যম হিসাবে খুবই গুরুত্ব্পূর্ণসাধারণ লোকসমাজে সংবাদ্পত্র​,টেলিভিশন,ভিডিও,বেতার প্রভৃতি মাধ্যমগুলির আবেদন কম,এগুলি সবই সমাজের ওপরের স্তরের মানুষের জন্যএই প্রসঙ্গে সাধারন মানুষগুলির জন্য বিকল্প মাধ্যম হিসেবে লোকমাধ্যমের কথা ভাবা যেতে পারে


প্রসঙ্গে  পটচিত্রর ভুমিকা উল্লেখযোগ্য কারন পটের প্রাচীন ইতিহাস ঘাটলে দেখা যায়  হাজার হাজার বছর ধরে এদেশের নানা জায্গায় জনগণের শিক্ষা,চিত্তবিনোদন বিভিন্ন ধর্ম প্রচারের উদ্দেশ্যে ড়ানো পট চৌকো পট ব্যবহৃত হততখন শিক্ষা বিস্তারের এটাই ছিল অডিও ভিসুয়াল মাস মিডিয়া
অধিকাংশ পটের শেষে লোকশিক্ষার প্রচারের জন্যই  যমপুরীর বিভীষিকাময় চিত্র উপস্থাপন করা হত,অপরাধ প্রবন মানুষের মন আঁত্কে উঠত পাপ কাজ থেকে তারা বিরত থাকত,ভয় থেকে ঈশ্বরের প্রতি ভক্তি জন্মাত
                    কেও ধরে চুলের  মুঠি কেউ ধরে গায়
    পাপী লোক হলে লোহার ডাঙ্গে বেড়ে সে তার মস্তক ফাটায়

ভারতবর্ষের ৬৭ শতাংশ মানুষ নিরক্ষর তাই সরকারী তরফে সাক্ষরতা অভিযান করা হয়,সেখানে পট সহজ একটি মাধ্যম বলে পটুয়ারা সরকারি তরফে অংশগ্রহন করেন,পটে অঙ্কিত ছবিগুলি সরল,গানের ভাষা সহজ সুর সহজে মানুষকে আকৃষ্ট করতে সক্ষম গণমাধ্যম হিসাবে পটের সার্থকতা এভাবে নিহীত আছে


তবে অডিও ভিস্যুয়াল মাধ্যম হিসাবে কিছু সীমাবদ্ধতাও আছে যেমন- ()পটের আকার ছোট বলে একসঙ্গে অনেক মানষ দেখতে পারেননা () বৈচিত্রহীন পটের গানের সুর দর্শককে অমনযোগী করে তোলে
আধুনিক যোগাযোগ ব্যবস্থার ফলে মানুষের জীবন অনেক পরিবর্তীত,মানুষ আজ শহরমুখীবিনোদন বা সংযোগ মাধ্যম হিসেবে পটের ভুমিকা একেবারে শেষ একথা সর্বৈব ভাবে সত্যি যুগের পরিবর্তনের সাথে তাল মিলিয়ে পদ্ধতি প্রকরণের পরিবর্তন আসবে কিন্তু পট পটুয়ার অস্তিত্ব হারিয়ে যাবে না তা য়ে যাবে


No comments:

Post a Comment